আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ জানা-অজানা হাজারেরও বেশি প্রাণের বিনিময়ে বিজয় এসেছে। স্বৈরাচারের পতন হয়েছে। তাদের এই ত্যাগ আমরা ভুলব না, ভোলা সম্ভব না। পিতার সামনে সন্তানের, স্ত্রীর সামনে স্বামীর এমনকি মায়ের সাথে ফোনে কথা বলা অবস্থায় ছেলে নিহতের মতো মর্মান্তিক ঘটনার সাক্ষী এই আন্দোলন। শহীদি কাফেলার এই আখ্যান পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালনের প্রয়াসেই শহীদদের নিকটজনদের জবানে তাদের আত্মত্যাগের কাহিনি নিয়ে এবারের ইস্যু— সত্য বলুন, সত্য পড়ুন, সত্য জানুন এবং ইস্যুর সাথে থাকুন।
ডাউনলোড করুন (ড্রাইভ লিংক) | ডাউনলোড করুন (ব্যাকাপ সার্ভার লিংক) |